
জেলার সংবাদ
পবায় পাচারকালে ১১ খুলিসহ কঙ্কাল জব্দ
ঢাকা, ১৭ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
রাজশাহীর পবা উপজেলায় ১১টি খুলিসহ বিপুল সংখ্যক হাড়গোড় জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি-১১ ব্যাটলিয়ানের অধিনায় লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার ভোর ছয়টার দিকে কঙ্কাল পাচারের গোপনের সংবাদের ভিত্তিতে উপজেলার চর মাজারদিয়ার পূর্বপাড়া থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ সময় কেউ আটক হয়নি।