রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে গুলি

ঢাকা, ১৮ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়াকে কে বা কারা গুলি করেছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের কাছে গুলিবিদ্ধ হন তিনি। একটি ব্যক্তিগত গাড়ি থেকে তাকে গুলি করা হয়।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সময় ভূঁইয়ার সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ।

তারা জানান, রাত ১টার দিকে পলাশী মোড় থেকে চা খেয়ে মোটরসাইকেলে তারা তিনজন হলে ফিরছিলেন। ব্যানবেইসের কাছে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ তাঁদের সামনে এসে গতিরোধ করে। বিপদ টের পেয়ে জহিরুল মোটরসাইকেল ঘুরিয়ে ফেলেন। তখন ওই গাড়ি থেকে গুলি করা হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়ের ডান পায়ে গুলিবিদ্ধ হন।

তবে কে এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তারা।

ঢাকা মেডিকেলে এসে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার আজিম উল হক। তিনি সাংবাদিকদের বলেন, যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

Show More

আরো সংবাদ...

Back to top button