
জেলার সংবাদ
প্রেমিকের বিয়ে হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা!
ঢাকা, ১৮ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার এরশাদপুরে তাসলিমা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
রোববার সকালে তার শোবার ঘর থেকে পুলিশ ঝলন্ত লাশ উদ্ধার করে।
ঘরের আড়ায় ওড়না প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর শুনে তাসলিমা আত্মহত্যা করেছেন।
তাসলিমা খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডুর তকবুল হোসেনের মেয়ে। তিনি আলমডাঙ্গা উপজেলা শহরের এরশাদপুরে তার নানা আলী হোসেনের বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতেন।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।