জেলার সংবাদ

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

ঢাকা, ১৮ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়ায় বাধা দেয়ায় শাহিনুর খাতুন (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী আব্দুল মালেক পলাতক রয়েছেন।

রোববার দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রাম থেকে শাহিনুরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিনুর খাতুন ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

সাইফুল ইসলাম বলেন, শাহিনুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই সুযোগে তার স্বামী আব্দুল মালেক অন্য নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে শনিবার রাতের কোনো এক সময় শাহিনুরকে শ্বাসরোধে হত্যা করে মালেক।

পুলিশ খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, নিহতের পিতার দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

Show More

আরো সংবাদ...

Back to top button