
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ : মির্জা আব্বাসকে নিয়ে অস্বস্তিতে বিএনপি
ঢাকা, ১৮ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে হঠাৎ করে অস্বস্তিতে পড়েছে দলটি। অনুরোধ করে প্রতিনিধিদলে তিন সদস্য বাড়ানো হলেও ১৩ সদস্যের পরিবর্তে ১২ সদস্য নিয়েই বঙ্গভবনে যেতে হচ্ছে বিএনপিকে।
জানা গেছে, সংলাপের জন্য বঙ্গভবন থেকে প্রথমে পাঁচ রাজনৈতিক দলের ১০ জন করে সদস্যের তালিকা চাওয়া হয়। এমন চিঠি পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের তালিকা পৌঁছে দেয়া হয় বঙ্গভবনে।
পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদলে আরো তিন সদস্য বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। এরপর বঙ্গভবন থেকে ফের ১৩ সদস্যের নাম চাওয়া হলে শনিবার সেই তালিকা পৌঁছে দেয় বিএনপি।
তবে ১৩ সদস্যের দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যুক্ত করা হলেও তিনি গত এক সপ্তাহ ধরে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। ফলে তাকে ছাড়াই বঙ্গভবনে যেতে হচ্ছে বিএনপিকে। এ বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দলের নেতাকর্মীরাও।
একজন নেতা বিদেশে অবস্থান করছেন এমন তথ্য জানার পরও প্রতিনিধিদলে মির্জা আব্বাসের নাম কেন বিএনপি রেখেছে তার কোনো সদুত্তর পাচ্ছেন না তারা।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দেশের সর্বোচ্চ অভিভাবকের সঙ্গে বিএনপির সংলাপটা যেহেতু গুরুত্বপূর্ণ তাই চিন্তা-ভাবনা করে তালিকা দেয়া উচিত ছিল। প্রয়োজনে অন্য যেসব নেতা দেশে অবস্থান করছেন তাদের মধ্যে থেকে অভিজ্ঞ কারো নাম প্রস্তাব করা উচিত ছিল বলেও মনে করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধিদলের তালিকা চূড়ান্তকরণের সঙ্গে সম্পৃক্ত এক শীর্ষ নেতা বলেন, মির্জা আব্বাস রোববার সকালে দেশে ফিরবেন এমনটাই প্রতাশা করেছিলাম। তবে তিনি দেশে ফিরে না আসায় বিএনপির হাইকমান্ড অস্বস্তিতে পড়েছেন।
মির্জা আব্বাসের পরিবর্তে অন্য কাউকে প্রতিনিধিদলে যুক্ত করা হবে কি-না জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
প্রতিনিধিদলে কারা থাকবেন সেটাও জানেন না উল্লেখ করে তিনি বলেন, যতটুকু জানি দলের স্থায়ী কমিটির সদস্যরা রাষ্টপতির সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে অংশ নিবেন।