খেলাধুলা

শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে হারাল পাকিস্তান

ঢাকা, ১৮ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে ১ উইকেটে হারাল পাকিস্তান। বাংলাদেশের দেয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান করে পাকিস্তান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২ রানের। হাতে উইকেট ছিল ১টি। মুকিদুলের করা প্রথম বলেই চার মেরে দলকে জেতান হাসনাইন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ জাইদ আলম ৫০, নাসির নওয়াজ ৪৫ রান করেন।

বাংলাদেশের আফিফ হোসেন ও সাখওয়াত হোসেন ২টি করে এবং সাইফ ১টি উইকেট লাভ করেন। পাকিস্তানের চারজন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।

এর আগে রোববার টস হেরে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে ২৩১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। দলের পক্ষে আফিফ হোসেন ৮০ রান করেন। এছাড়া মোহাম্মদ রাকিব ৪২ এবং সাইফ হোসেন ৩২ রান করেন। ইনিংসে ৩০ রান আসে অতিরিক্ত খাত থেকে।

পাকিস্তানের হয়ে নাসির নওয়াজ, উমর খান, মোহাম্মদ হাসনাইন ও শাহেন শাহ প্রত্যেকেই ২টি করে এবং সাদ খান ১টি উইকেট লাভ করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button