
জেলার সংবাদ
মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মৃত্যু
ঢাকা, ১৯ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান (৮০) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে এক আত্মীয়ের বাসায় মারা যান তিনি।
করিমগঞ্জ থানার ওসি জাকির রব্বানী রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নানের ছেলেদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩ মে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই ভাইসহ চার রাজাকারের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজাকার শামসুদ্দিন, রাজাকার নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও রাজাকার হাফিজ উদ্দিন। রাজাকার শামসুদ্দিন ছাড়া অন্যরা পলাতক।