
জেলার সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
ঢাকা, ১৯ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাছির মিয়াকে রোববার রাতে কুপিয়েছে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গুরতর আহত অবস্থায় বাছির মিয়াকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার খাড়াসার মোড়ে আজ রবিবার রাত সাড়ে ৭দিকে আওয়ামী লীগ নেতা বাছির মিয়াকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।
আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।