
শিক্ষার্থীরা বেশি ইয়াবা সেবন করেন’
ঢাকা, ১৯ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
শিক্ষার্থীরা বেশি ইয়াবা সেবন করে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শ্রেণি ভেদে মাদক গ্রহণ ভিন্ন হয়ে থাকে। এদের মধ্যে শ্রমিক শ্রেণি সেবন করে গাঁজা। কম বয়সীরা ইয়াবা সেবন করেন। আর প্রাপ্তবয়স্করা মদ পান করেন।’
কোন পথে ইয়াবা আসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইয়াবা আসে মিয়ানমার হয়ে। আর ইয়াবা আসার নতুন রুট হচ্ছে ভারত।’
এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ বলেন, ‘ইয়াবা সেবন গত বছরের তুলনায় বেড়েছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘দেশে ভিন্ন নামে ফেনসিডিল প্রবেশ করছে। আমরা ল্যাবে পরীক্ষা করে দেখেছি আইকোনিক, কোডেক্স, কোডোকোক ও পাববোকোক এসব নাম ব্যবহার করে ফেনসিডিল দেশে আাসছে।’
সম্মেলনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো এর ডেপুটি ডিরেক্টর মুকুল জয়তি চাকমাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।