আন্তর্জাতিক

নারীকে পুড়িয়ে মারলেন পঞ্চায়েত প্রধান

ঢাকা, ১৯ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

রাজনৈতিক বৈষম্য থেকে এক নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনা ভারতের কোচবিহারের পানিশালার। রোববার সকালে এ পৈশাচিক ঘটনায় স্থানীয়দের মধ্যে জোর সমালোচনা চলছে।

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জি নিউজ জানায়, সকালে হত্যাকাণ্ডের শিকার যমুনা রায়ের আর্তচিৎকার শুনে ছুটে আসেন তার প্রতিবেশীরা। তারা গিয়ে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় যমুনা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বামী বিনয়কৃষ্ণ রায় এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, রাজনৈতিক বৈষম্য থেকে দীর্ঘদিন একঘরে করে রাখা হয়েছিল ওই পরিবারকে। সম্প্রতি মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির চেষ্টা করছিল পরিবারটি। আর এ থেকেই নতুন করে বিবাদের সূত্রপাত। এ ঘটনায় বিনয়কৃষ্ণ রায় সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button