
এক নাচেই চার কোটি রুপি পাবেন সানি!
ঢাকা, ২০ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
বলিউডে নাম লেখাতেই সানি লিওনকে নিয়ে ওঠেছিল বিতর্কের ঝড়। অনেকে আবার বলি ইন্ডাস্ট্রিতে সাবেক এই ‘পর্ন তারকা’র সফলতা নিয়েও ছিলেন সন্দিহান।
শাহরুখ খানের রইস ছবিতে আইটেম গানে দেখা যাবে সানিকে। ‘লায়লা ও লায়লা’র রিমিস্কে শরীর দোলাবেন তিনি। অবশ্য এই খবর পুরোনো।
তবে প্রসঙ্গটি এসেছে অন্য কারণে। মুক্তি পাওয়ার আগেই সানির আইটেম নাম্বার কিন্তু বিখ্যাত হয়ে গেছে। এতটাই বিখ্যাত হয়েছে যে আসন্ন ক্রিসমাস ও নিউ ইয়ার্স পার্টিতে এই ‘লায়লা ও লায়লা’ গানটির সঙ্গে সানিকে নাচার প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি নামীদামী হোটেল।
এজন্য সানিকে যে অংকের প্রস্তাব দেয়া হয়েছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়! লাইভ শো-তে ‘লায়লা ও লায়লা’ পারফর্ম করার জন্য সানিকে প্রায় চার কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি হোটেল।
ক্রিসমাস ও নিউ ইয়ার্স পার্টিতে আইটেম গান খুবই জনপ্রিয়। তবে লাইভ পারফর্ম সানি করবেন কি না তা সময় বলে দেবে। তবে অর্থের পরিমাণটা সানিকে যে নেতিবাচক সিদ্ধান্ত নিতে ভোগাবে তা বলাই বাহুল্য।