জেলার সংবাদ

নিজের ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

ঢাকা, ২১ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিজের পাতা ইঁদুর মারার বিশেষ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জয়নাল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার সকালে উপজেলার বাদইল গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল ওই গ্রামের দায়েম উদ্দীনের ছেলে।

দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, ইঁদুরের হাত থেকে বোরোর বীজতলা রক্ষা করতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে জমিতে বিশেষ ধরনের একটি ফাঁদ করে রেখেছিলেন কৃষক জয়নাল। সকালে বিদ্যুতের ওই তারে জড়িয়ে একটি ইঁদুর মারা পড়ে।

তিনি জানান, লাইন বিছিন্ন না করে ওই ইঁদুর সরাতে যান জয়নাল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই তিনি মারা যান।

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button