
বিনোদন
এলআরবির ২৫ বছরপূর্তি কনসার্ট উদযাপন
ঢাকা, ২১ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
জমকালো কনসার্ট আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবির ২৫ বছর পূর্তি। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক কনভেশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) নবরাত্রি হলে রবি-ইয়ন্ডার মিউজিক এই আয়োজন করে।
মঙ্গলবারের কনসার্টে এলআরবি তাদের জনপ্রিয় গান ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সেই তুমি’, ‘মাধবী’, ‘ঘুমন্ত শহরে’সহ অসংখ্য গান ভক্তদের উদ্দেশ্যে পরিবেশন করেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু তার সহশিল্পী স্বপন, টুটুল ও জনিকে নিয়ে প্রতিষ্ঠা করেন রক ঘরানার ব্যান্ড এলআরবি। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন আইয়ুব বাচ্চু (লিড ভোকাল ও গিটারিস্ট), স্বপন (বেস গিটার),মাসুদ (গিটার)ও রোমেল (ড্রামস)।
এলআরবি’র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চলো বদলে যাই’, ‘ঘুমন্ত শহরে’, ‘রুপালি গিটার’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো’ ইত্যাদি। যাত্রা শুরুর পর থেকে এলআরবি এই পর্যন্ত স্টুডিও অ্যালবাম মোট ১১টি, সংকলিত অ্যালবাম ২টি এবং মিক্সড অ্যালবাম প্রকাশ করেছে মোট ৯টি।