
ভোটার উপস্থিতি কম, প্রভাবকে দুষলেন সাখাওয়াত
ঢাকা, ২২ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, ‘নেপথ্যে প্রভাব বিস্তার ও ভয় থেকে অনেক ভোটার কেন্দ্রে আসছেন না।’
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তবে কারা, কীভাবে প্রভাব বিস্তার করছেন এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত আর কোনো মন্তব্য করব না।’
সকালে নিজ কেন্দ্র মাসদাইর আদর্শ স্কুলে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন বিএনপির এই প্রার্থী।
সে সময় তিনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে শেষ পর্যন্ত তা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।