
জেলার সংবাদ
মাগুরায় জামায়াতের ১৯ সদস্য আটক
ঢাকা, ২৩ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
মাগুরায় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক হয়েছেন। শুক্রবার সকালে জামায়াত পরিচালিত শহরের আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে সদর থানা পুলিশ তাদের আটক করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আটককৃতদের বাড়ি মাগুরার জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে কেউ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। কোন নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য তারা ওখানে জড়ো হয়েছিলো কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ হয়রানী করবে না।