আন্তর্জাতিক

নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে

ঢাকা, ২৩ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

সহকর্মী এক নার্সকে গণধর্ষণ করল এক চিকিৎসক ও তার চার শিক্ষার্থী। দিল্লি-আগ্রা হাইওয়েতে একটি ব্যাংকের সামনে ২৮ বছরের ওই নার্সকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

সার্কেল অফিসার অনুপম সিংহ বলেছেন, অভিযুক্তদের একজন কুশলপাল নির্যাতিতার সঙ্গে একই হাসপাপালে কর্মরত। কুশলপাল চিকিৎসক। বুধবার সন্ধ্যায় ওই চিকিৎসক ও তার সঙ্গীরা ওই মহিলার ওপর নির্যাতন চালায়।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : এবিপি

Show More

আরো সংবাদ...

Back to top button