
আন্তর্জাতিক
১১৮ আরোহী নিয়ে লিবীয় বিমান অপহৃত, জরুরি অবতরণ
ঢাকা, ২৩ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
১১৮ জন আরোহী নিয়ে লিবিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি বিমান অপহরণের শিকার হয়েছে। অপহরণের পর বিমানটি প্রতিবেশী দেশ মাল্টায় জরুরি অবতরণ করে।
টুইটারে দেওয়া এক পোস্টে ‘সম্ভাব্য ছিনতাইয়ের শিকার’ বিমানটির মাল্টায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট।
২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার সকালে ‘আফ্রিকিয়াহ এয়ারওয়েজের’ এয়ারবাস এ-৩২০ ফ্লাইটটি অপহরণ করেন যাত্রীবেশী দুই অপহরণকারী। তাদের একজনের হাতে হ্যান্ডগ্রেনেড ছিল। তারা বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। তবে এখনও পর্যন্ত হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে উপস্থিত রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।