
জেলার সংবাদ
বেনাপোলে পাচারকালে ২৫ বস্তা সুপারি-চা পাতা উদ্ধার
ঢাকা, ২৪ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ বাংলাদেশি সুপারি ও ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালের দিকে পুটখালী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর মজিদ বাড়ি এলাকা দিয়ে পাচারের জন্য অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা ১৫টি বস্তা সুপারি ফেলে পালিয়ে যায়।
অপরদিকে পুটখালী দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে ১০ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা। উদ্ধার মালামাল বেনাপোল কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।