
ওয়েন রুনির শয্যাসঙ্গী সেই যৌনকর্মী জেনি এখন…
ঢাকা, ২৪ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
ইংলিশ সুপারস্টার ওয়েন রুনি তখন ফর্মের তুঙ্গে। দিকে দিকে তার জয়গান চলছে।
এমন সময় এক যৌনকর্মী ফাঁস করলেন রুনির সঙ্গে তার রাত্রিযাপনের কথা। সাথে সাথে ঝড় উঠল মিডিয়ায়। সালটা ছিল ২০১০। রুনির সেই শয্যাসঙ্গীর নাম জেনি থম্পসন।সম্প্রতি তিনি ক্রিসমাস উপলক্ষে এক পার্টিতে ক্যামেরাবন্দী হলেন। তার হাতের আঙ্গুলের বড় নখ এদিন সবার নজর কাড়ে।
তার পরনে ছিল সাদা সোয়েটার যা হাঁটুর উপর পর্যন্ত নামানো। হাতে ছিল খাঁকি হ্যান্ডব্যাগ। এদিন তার সঙ্গী হয়েছিল কয়েকজন টিভি সেলিব্রেটি।
২০১০ সালে জেনি প্রথম মিডিয়ার আলোয় আসেন। তিনি দাবি করেন, ইংলিশ ফুটবলার ওয়েন রুনির সঙ্গে তিনি অনেকবার রাত্রিযাপন করেছেন। তখন রুনির স্ত্রী কলিন গর্ভবতী ছিলেন।
প্রতি ২ ঘন্টায় তার আয় ছিল ১২০০ ইউরো। তার এই বিষ্ফোরক বক্তব্যে রুনি বেকায়দায় পড়ে যান। তবে বিখ্যাত হয়ে উঠেন জেনি।
বর্তমানে তিনি বেশ কিছু রিয়েলিটি শো এর সঙ্গে যুক্ত। তবে তার সাবেক পেশা থেকে অব্যহতি নিয়েছেন জেনি।