
খেলাধুলা
বোল্টের ৩৩২ কোটি টাকার গাড়ি
ঢাকা, ২৪ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
চলতি বছর রিও অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
এবার আরও একটি চমক লাগানো ঘটনা ঘটালেন। চার কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশী টাকায় ৩৩২ কোটি) মূল্যের বিলাসবহুল গাড়ি কিনে আলোড়ন সৃষ্টি করেছেন বোল্ট।
গাড়ির রং অলিভ সবুজ। এর ভেতরের সিটগুলো জ্যামাইকার পতাকার রঙের। গাড়ির পেছনে স্বর্ণ জয়ের পর বোল্ট যেভাবে উদযাপন করেন সেই ভঙ্গির একটি লোগোও লাগানো রয়েছে।
এর আগে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়াদার এই বিশেষ ধরনের গাড়ি কিনে চমকে দিয়েছিলেন। এবার চমকে দিলেন বোল্ট।
লন্ডনে আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বোল্ট। এই টুর্নামেন্টের পরই অবসর নেয়ার পরিকল্পনা রয়েছে এ জ্যামাইকান স্প্রিন্টারের।