
কেরানীগঞ্জে বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার
ঢাকা, ২৫ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
কেরানীগঞ্জে ঝোপ থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুর ২টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর নতুন রাস্তার পাশের একটি ঝোপ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অজগরটি লম্বায় ১০-১২ ফুট বা ৭ হাত লম্বা হবে এবং ওজন প্রায় ১৫ কেজি মত হবে।এলাকাবাসী মোঃ আজাদ হোসেন জানান, আজ দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন তারানগর নতুন রাস্তার কাছেই ডোবার পাশে একটি ঝোপের মধ্যে অজগরটি দেখতে পায়। পরে জলিল নামে এক ব্যাক্তি টেটা দিয়ে অজগরটির মাথায় আঘাত করে সেটিকে ঘায়েল করে। পরে ঝোপ থেকে সাপটি টেনে বের করা হয়।
তিনি আরো বলেন, সাপটি দ্রুত বন বিভাগের কাছে হস্তান্তর করতে না পারলে সাপটি মারা যেতে পারে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।