খেলাধুলা

স্ত্রীর হাতাকাটা পোশাক নিয়ে ভক্তদের ক্ষোভের মুখে সামি

ঢাকা, ২৬ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী হাসিন জাহানের সাথে তোলা একটি ছবি শেয়ার করে  ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট সেনসেশন মোহাম্মাদ সামি।
ছবিতে হাসিন ‘হিজাব না পরে’ মেরুন রঙের স্লিভলেস পোশাকে থাকায় সামিকে আজেবাজে মন্তব্য ও তার সম্পর্কে বাজে সমালোচনায় লিপ্ত হয় ফেসবুক ব্যবহারকারী ভারতীয় মুসলিমরা!
ভারতীয় সংবাদ মাধ্যম ডেক্কান ক্রনিক্যালের খবরে প্রকাশ, ছবিটি পোস্টের পর থেকেই শুরু হয় শামি নিয়ে সমালোচনা।
একজন লিখেছেন, ‘আপনার স্ত্রী আদৌ মুসলিম কিনা, সন্দেহ জাগে। এখনো সময় আছে, আল্লাকে ভয় পান।’
আরেকজন লিখেছেন, ‘শামি, আপনি নিজে মুসলমান। আপনি খুব ভালভাবে জানেন, বাড়ির নারীদের কীভাবে রাখা উচিত। এসব আপনাকে শোভা দেয় না।’
অপর একজন লিখেছেন, ‘স্ত্রীকে এমন পোশাকে সোশ্যাল মিডিয়ায় হাজির করতে আপনার লজ্জা করল না। এ ব্যাপারে আপনার বরং পাঠান ভাইদের মতো সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।’
এমন আরও শত শত মন্তব্য জমা হয়েছে ওই পোস্টে। ওই সব মন্তব্যের বেশিরভাগেই ‘স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত’ তা নিয়ে ভারতীয় পেসারকে পরামর্শ দেয়া হয়েছে।
শামি এমন আক্রমণের শিকার হওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন সাধারণ অনেক মানুষও।
এ ব্যাপারে মোহাম্মদ কাইফ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘মন্তব্যগুলো আসলেই লজ্জাজনক। সম্পূর্ণভাবে মুহাম্মদ শামিকে সমর্থন করছি। দেশে সমালোচনা করার মতো আরও বড় বড় বিষয় রয়েছে।’
কাইফের টুইটে ভারতীয় ব্যাটমিন্টন তারকা জ্বালা গুপ্তা লিখেছেন, ‘নির্বোধ-নির্লজ্জের দল কোথাকার!’
Show More

আরো সংবাদ...

Back to top button