
বিনোদন
এবার হায়দ্রাবাদ থেকে শাহরুখের ডক্টরেট ডিগ্রি
ঢাকা, ২৬ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
দেশের মাটি ভারত থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। হায়দ্রাবাদের উর্দু বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক এই ডিগ্রি দিচ্ছে। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সম্মাসূচক ডিগ্রি পদকটি শাহরুখের হাতে তুলে দেবেন স্বয়ং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ইতোমধ্যে হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে গেছেন শাহরুখ। ডিগ্রিটি শাহরুখের জন্য বিশেষই বটে, কারণ শাহরুখের মা ছিলেন হায়দ্রাবাদের মেয়ে।
২৬ ডিসেম্বর সোমবার মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি অব হায়দ্রাবাদ শাহরুখ খানকে এই ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে বক্তব্যও দেবেন এ বলিউড অভিনেতা।
উল্লেখ্য, গত বছর স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে বলিউড অভিনেতা শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।