বিনোদন

অশুদ্ধ সানি লিওন শুদ্ধ হলেন!

ঢাকা, ২৬ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

পেশা হিসাবে একটি জার্মান বেকারিতে কাজের মাধ্যমে শুরু হয়েছিল কর্মজীবন । পরবর্তীতে ট্যাক্স ফার্মেও কাজ করেছেন ।

অরেঞ্জ কাউন্টিতে নার্স হিসেবে চাকুরি করার সময় এখানেই জন স্টিভেনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন এক ক্লাসমেট । জন পেন্টহাউস ম্যাগাজিনের একজন ফটোগ্রাফার । জনই তাকে এ পথ দেখান ।সানি নিজের ডাক নামটি প্রথম নাম হিসাবে ব্যবহার করা শুরু করেন । আর পেন্ট হাউস ম্যাগাজিনের মালিক তার নামের সঙ্গে যুক্ত করেন লিওন । পেন্টহাউস ম্যাগাজিনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান সানি । ২০০১ সালের মার্চ মাসের ইস্যুতে পেন্টহাউস পেট হিসেবে পত্রিকাটির কাভারে ছবিটি ছাপা হয় । অনেকগুলো ম্যাগাজিনের কাভার গার্ল হবার সুযোগ পান তিনি । পাশাপাশি আদ্রিয়ানা সেজ, জেনা জেমসন, আরিয়া জিওভান্নির মতো প্রথম সারির পর্ণো তারকার সঙ্গেও কাজ করার সুযোগ পান । ২০০৩ সাল সানির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট । তিনি নির্বাচিত হন ‘পেন্টহাউস পেট’।

এ বছরই পর্ন ছবির অন্যতম সেরা নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড ইন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ হন । তবে চুক্তির শর্ত অনুসারে কেবল লেসবিয়ান চরিত্রেই অভিনয় করতে থাকেন তিনি । সানি অভিনীত প্রথম ছবিটি বের হয় ‘সানি’ নামেই ২০০৫ সালের ডিসেম্বর মাসে । ভিভিড এন্টারটেইনমেন্টের ব্যানারেই বের হয় পরের ছবিটিও । নাম ‘ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন’।

এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসে এটাই প্রথম ।   ছবিগুলো ২০০৭ সালে বাজারে রিলিজ করে ভিভিড । ২০০৭ সালের মার্চ মাসে আবারও সানির সঙ্গে চুক্তি করে ভিভিড । চুক্তির আওতায় ছয়টি ছবিতে অভিনয় করেন সানি লিওন । আর এবারই প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করতে সম্মতি জানান তিনি । সানির বাগদত্তা ম্যাট এরিকসন এই ছবিতে তার কো-আর্টিস্টের ভূমিকায় অভিনয় করেন । পুরুষের সঙ্গে প্রথম যে ছবিটিতে তিনি অভিনয় করেন সানি সেটির নাম ‘সানি লাভস ম্যাট’।

ছবিটি তাকে ২০০৯ সালের সেরা নারী অভিনেত্রীর পুরষ্কার এনে দেয় ।   এরপরেই বিগবসের মাধ্যমে বলিউডে সানির আগমন।   ২০১২ তে বলিউডে পা রাখেন সানি। শুরু থেকেই কারণে-অকারণে হয়েছেন খবরের শিরোনাম। অভিনয় করেছেন বেশকিছু হিট সিনেমাতেও। হাতেও আছে আরও অনেক ছবির প্রস্তাব। তবুও নাকি বলিউডরে জন্য এখনো উপযুক্ত নন তিনি! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এমন কথাই জানালেন এ ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী।

বলিউডে কেমন চলছে তার দিন কাল, এমন প্রশ্নের জবাবে সানি বলেন , আমার নিজেকে এখনো বলিউডে একজন বহিরাগত বলে মনে হয়। আমার মনে হয় আমি এখনো বলিউডের জন্য পুরোপুরি উপযোগী হয়ে উঠিনি।

সানিকে আসলেই প্রথম সারির অভিনেতা কিংবা অভিনেত্রী পাত্তা দিতে চান নি, দেন নি।   কিন্তু সানি লিওন থেমে থাকেন নি।   কিন্তু তারপরেও হিন্দি চলচ্চিত্র জগতে প্রায় চার বছর পার করতে চলেছের সাবেক এ পর্ন তারকা। চার বছরের অভিনয় জীবনে তার সাফল্যের ঝুলিতে আছে ‘জিসম-টু’ ও ‘এক পাহেলি লিলা’ ‘কুছ কুছ লোছা হ্যায়’ ও ‘ওয়ান নাইট স্ট্যান্ড। ‘ যে তারকা শুরু থেকে সানিকে প্রত্যাখ্যান করে আসছিলেন আজ তাদের কণ্ঠেই ভিন্ন সুর।   আমির খানের সাথেও সানির বেশ সখ্য গড়ে উঠেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রইস ছবির আইটেম সং “লায়লা ম্যায় লায়লা”। গানটি দৃশ্যায়িত হয়েছে সানি লিয়ন ও শাহরুখ খানকে নিয়ে।   যে সানি লিওন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীর নিকট উপেক্ষার পাত্র ছিলেন, নিছক একজন পর্ন স্টার ছিলেন সেই তারাই শাহরুখ সানির রসায়ন নিয়ে ভিন্ন কথা বলছেন।   অনেকেই প্রশংসা করছেন সানির।   অভিনেত্রী সানি লিওন হিসেবেই তারা সানিকে অভিহিত করছেন। তারমানে শাহরুখের সাথে অভিনয়ের মাধ্যমে সানি অভিনেত্রী হতে পারলেন পর্ন তারকা থেকে তাহলে শুদ্ধ হলেন-অন্তত এমনটা বলি পাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে। তারমানে কী আমির-শাহরুখই সানিকে বদলে দিলেন?

 

Show More

আরো সংবাদ...

Back to top button