
জেলার সংবাদ
রামেকে নারীসহ ৫ দালাল আটক
ঢাকা, ৩১ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নারীসহ ৫ দালালকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে রামেকের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়েছে।
আটকরা হলেন, তহমিনা বেগম (৩৫), মাহফুজা বেগম (৪০), লিটন হোসেন (৩৮), বুলেট আলী (৩৬) এবং রফিক হোসেন (৩২)।
পুলিশ জানায়, তারা হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের ভাগিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাবার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে রামেকের পুলিশ বক্সে নিয়ে যায়। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়।
এ বিষয়ে রামেক হাসাপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এমদাদ বলেন, নারীসহ ৫ দালালকে আটকের পর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।