
জাতীয়
টকশোতে বিচার বিভাগ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে : প্রধান বিচারপতি
ঢাকা, ১ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সম্প্রতি কিছু টকশোতে বিচার বিভাগ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিচার বিভাগকে নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকা উচিৎ। রবিবার দুপুরে মৌলভীবাজারে চিফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, গত ৭-৮ বছর ধরে বিনা কাজে বেতন নিচ্ছেন বিচারকরা, এটা একটি অপরাধ। এ কারণে দেশের আদালত গুলোতে ২ দশমিক ৭ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে।
জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামল, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা অইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।