
জাতীয়
নাসিরনগরে হামলার হোতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকা, ৫ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ভাটারা থানা পুলিশের সহায়তায় আতিককে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনার প্রস্তুতি চলছে।
গত ৩০শে অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।