
জেলার সংবাদ
ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন লাইনচ্যুত
ঢাকা, ০৮ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ লাইনের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ নামকস্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে আসা এই ট্রেনের বগিটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে। বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যাওয়া রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”একারণে মির্জাপুর ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রায় একঘন্টা সময় ধরে আটকা পড়ে রয়েছে বলে মির্জাপুর রেল স্টেশনের স্ট্রেশন মাস্টার প্রভাত কুমার জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাস্থলে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছি।
ঢাকা, ০৮ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪)/বা/খ: