
আন্তর্জাতিক
বিড়ি এনে না দেয়ায় বউকে তালাক!
ঢাকা, ৮ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
এক প্যাকেট বিড়ি এনে দিতে অস্বীকৃতি জানানোয় বউকে তিন তালাক দিয়েছেন এক স্বামী। ভারতের হরিয়ানার ঢাকালপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
তালাকপ্রাপ্তা ওই নারী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর এক প্যাকেট বিড়ি এনে দিতে বলেন তার স্বামী শহিদ। তিনি অস্বীকৃতি জানালে তাকে বেদম মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে তাকে তিন তালাক দিয়ে দেন শহিদ।
ঘটনার পর ওই নারী জেলার নারী পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন।