জাতীয়
এ বছর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৫ দিন
ঢাকা, ১১ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ দিন ছুটি থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) প্রকাশিত ছুটির বর্ষপঞ্জীতে এ তথ্য দেয়া হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্তরে মোট ছুটি ৮৫ দিন।
প্রাথমিকের ছুটির বর্ষপঞ্জীতে বলা হয়েছে, ২৩ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা নিতে হবে। ৬ থেকে ১৩ আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে হবে।
এছাড়া ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে (প্রথম থেকে চতুর্থ শ্রেণির) বার্ষিক পরীক্ষা নিতে হবে এতে বলা হয়েছে। পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়ার সম্ভাব্য সময় ২০ থেকে ৩০ নভেম্বর।
জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে পালন করতে হবে বলে বর্ষপঞ্জীতে উল্লেখ করা হয়েছে।