
রাজনীতি
তৃণমূল বিএনপি’র মহাসচিব আহমেদ শরীফ
ঢাকা, ১৬ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
তৃণমূল বিএনপি’ নামে রাজনৈতিক দলের মহাসচিব হলেন চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফ।
জাতীয় জোট বিএনএ’র দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সালমান এফ রহমান প্রমুখ।
নাজমুল হুদা বলেন, ‘আগামী দিন থেকে তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শরীফ। এ সময় নাজমুল হুদা আহমেদ শরীফকে প্রধান অতিথি, বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেন।