
আন্তর্জাতিক
ভারতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার
ঢাকা, ১৬ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
ভারতের দক্ষিণাঞ্চলে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি চলন্ত গাড়িতে ৩০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ সুপার ইশা পান্ত বলেন, রোববার সন্ধ্যায় মেয়েটির বাবা একটি অভিযোগ দায়েরের পর অভিযুক্ত সহকারি উপ-পরিদর্শক উমেশকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়। এ ছাড়া অপরাধে উস্কানি ও সাক্ষ্য প্রমাণ গোপন করার অভিযোগে গাড়ি চালককেও আটক করা হয়েছে।
কর্নাটক রাজ্যের দক্ষিণাঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের ফসল কাটার উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। পান্ত বলেন, উৎসবের কারণে রাস্তায় মানুষ ও যান চলাচল খুবই কম ছিল। এ সময় ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে নয়াদিল্লীতে ২০১২ সালের ডিসেম্বরে একটি চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে সে সময় সারা ভারতে ব্যাপক তোলপাড় হয়েছিল। এএফপি।