
রাজনীতি
হিউম্যান রাইটস ওয়াচ একটি ভাড়াটে সংগঠন: হাছান মাহমুদ
ঢাকা, ১৭ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একটি ভাড়াটে সংগঠন। এ সংগঠনটি অর্থের বিনিময়ে প্রতিবেদন তৈরি করে।’
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতের লবিস্ট ফার্মের মাধ্যমে এ সংগঠনটি অর্থ পেয়ে থাকে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিরুদ্ধে বিচার চলাকালে জামায়াতের পক্ষে কাজ করার জন্য আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল এ সংগঠনটি।