
জেলার সংবাদ
ক্ষেতলালে দুস্থদের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ
ঢাকা, ২১ জানুয়ারি , (ডেইলি টাইমস ২৪):
জয়পুরহাটের ক্ষেতলালে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক জয়পুরহাট জেলা শাখা। আজ শনিবার বিকেল ৩টার দিকে ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, প্রিন্সিপ্যাল অফিসার আজিজুর রহমান, ক্ষেতলাল এসএ কলেজের সহকারী অধ্যাপক সাধন সরকার, প্রধান শিক্ষক আজিজার রহমান, সাংবাদিক আজিজুল হক প্রমুখ। পরে ক্ষেতলালের বিভিন্ন এলাকার ২০০ দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।