
জেলার সংবাদ
নওগাঁয় বিস্ফোরণে গাড়ি চালকের মৃত্যু
ঢাকা,০২ ফেব্রুয়ারী , (ডেইলি টাইমস ২৪):
নওগাঁর ধামইরহাট বাজারের একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণে ঝলসে যাওয়া বাস চালক মমিনুল ইসলাম বাবু (৪৫) সাতদিন পর মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
জানাগেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবু। সে উপজেলার কোকিল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছোট ছেলে এবং দুইপুত্র সন্তানের জনক।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত আটটার দিকে ধামইরহাট বাজারের ন্যাশনাল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।