জেলার সংবাদ

কুমিল্লায় গৃহবধূ খুন

ঢাকা, ১৯ মার্চ, (ডেইলি টাইমস ২৪):

কুমিল্লার দেবিদ্বারে হাজেরা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। রবিবার ভোর রাতে জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই গৃহবধূ ৫ সন্তানের জননী। তার স্বামী শাহ আলম পেশায় পোলট্রি ফার্মের ব্যবসায়ী।
শনিবার দিবাগত রাতে ওই মহিলা বাসায় একা ছিলেন। তার স্বামী পার্শ্ববর্তী মরিচাকান্দা এলাকায় তার ফার্মে ছিলেন। রবিবার সকালে বাড়ির লোকজন ঘরের বাইরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেয়।
ঘটনাস্থল থেকে মুঠো ফোনে দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কিছু জখমের চিহ্ন রয়েছে, ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে নিহতের স্বামীসহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো ঘটনার মোটিভ জানা যায়নি।
Show More

আরো সংবাদ...

Back to top button