
আসছে ঈদে মাহির দুই ছবি
ঢাকা, ২৫ মার্চ, (ডেইলি টাইমস ২৪):
জানা গেছে, আগামী ৫ এপ্রিল ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটি থেকে ছবির টানা শুটিং শুরু হবে। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়না চরিত্রটি প্রসঙ্গে এক কথায় বলব, আমার স্বপ্নের একটি চরিত্র। ময়না নামে আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছি; কিন্তু ময়না ছবিতে যে চরিত্র এটিই আমার কাছে সেরা মনে হয়েছে। ছবিটি ঈদে মুক্তি পেলে দর্শকদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।’
আর সাভারে একটি বাড়িতে টানা শুটিং অনুষ্ঠিত হচ্ছে মনে রেখো ছবির। এরপর শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ার বালি ও ভারতের দার্জিলিংয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবির গল্পে মাহি ও বনি দু’জনকেই কলেজ শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে। মুন ও লাকী নামের দুই তরুণ-তরুণীর মধ্যকার প্রেম সম্পর্কিত জটিলতা তুলে ধরা হবে ছবিতে।
এ ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘হার্টবিট সাধারণত ঈদের জন্যই ছবি বানায়। তাই ধারণা করছি, এ ছবিটিও আসছে ঈদে মুক্তি দেয়া হবে। সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে সবকিছু।’ আসছে ঈদে মাহি অভিনীত এ দুটি ছবি মুক্তি পেলে আগামী ঈদ রাজকীয় হিসেবেই গণ্য হবে।