জেলার সংবাদ

বাবা-মেয়ের আত্মহত্যা: আরও একজন গ্রেফতার

ঢাকা,০৩ মে, (ডেইলি টাইমস ২৪):

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় শহীদ (৪০) নামে আরেক জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার গভীর রাতে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহীদ কর্ণপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে। তিনি ওই মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ঠ সহযোগী বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ। শহীদ এ মামলার ছয় নাম্বার আসামি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, তাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে গোসিংগা ইউনয়ন থেকে শহীদকে গ্রেফতার করা হয়। তবে গোসিংগা ইউনয়নের কোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে, গ্রেফতার শহীদের স্ত্রী শেফালী আক্তার জানান, তার স্বামীকে রাত ৩টার দিকে ঘুম থেকে ডেকে তুলে শ্রীপুর থানা পুলিশ। তাকে কেন থানায় নেয়া হচ্ছে, জিজ্ঞাসা করলে স্যার বলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য।

পরে সকালে জানতে পারি সে হযরত আলী ও আয়েশা আত্মহত্যা মামলার আসামি।

Show More

আরো সংবাদ...

Back to top button