জাতীয়

সাত কেজি সোনা ফেরত দিলেন পরিচ্ছন্নতাকর্মী!

ঢাকা,০৪ মে, (ডেইলি টাইমস ২৪):

বিরল সততার জন্য বাংলাদেশের শুল্ক গোয়েন্দা বিভাগ হযরত শাহজালাল বিমানবন্দরের দুজন পরিচ্ছন্নতাকর্মীকে সম্মাননা প্রদান করেছে।

বুধবার ঢাকায় শুল্ক গোয়েন্দার সদর দফতরে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। খবর বিবিসি বাংলা’র।

কর্মকর্তারা জানান, বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের পরিচ্ছন্নতাকর্মী আবদুল কাদের এবং আলমাস হোসাইন কলকাতা থেকে আসা একটি ফ্লাইট পরিষ্কার করার সময় উড়োজাহাজের সিটের নিচের অংশে একটি প্যাকেট দেখতে পান।

প্যাকেটে চোরাই পথে আনা সোনা থাকতে পারে এই সন্দেহের ভিত্তিতে তারা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের নজরে আনে এবং প্যাকেটগুলো তাদের হাতে তুলে দেয়।

পরে প্যাকেট খুলে ভেতরে প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ৬০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় সাত কেজি। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

আবদুল কাদের এবং আলমাস হোসাইনের ব্যক্তিগত এমন বিরল সততার স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার মধ্যে রয়েছে একটি ক্রেস্ট ও একটি প্রশংসাপত্র।

শুল্ক কর্মকর্তারা বলেন, বিমানবন্দরে চোরাচালানের সোনা নিজ উদ্যোগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা অথবা কর্তৃপক্ষকে জানানো একটি বিরল ঘটনা।

তবে এই সোনা কীভাবে এবং কোথা থেকে ওই বেসরকারি বিমানে চড়ে ঢাকায় এসে নামল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button