
বিনোদন
পোস্টারে পোস্টারে ঢেকে গেছে বিএফডিসি
নির্বাচনকে ঘিরে বিএফডিসিতে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা। কারণ রাত পোহালেই (৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে বিএফডিসিতে প্রত্যেক প্রার্থীই তার নিজ নিজ পোস্টার টানিয়ে তার অবস্থানের কথা জানান দিচ্ছেন।বলতে গেলে নিবার্চনী পোস্টারে ঢেকে গিয়েছে এফডিসি। এবারের নির্বাচনে তিনটি পরিষদ থেকে অর্ধ শতাধিক শিল্পীরা নির্বাচনে লড়ছেন। প্যানেল তিনটি হলো সানি-অমিত, মিশা-জায়েদ ও ড্যানি-ইলিয়াস কোবরা।