খেলাধুলা

গম্ভীরকে ফের জাতীয় দলে চান শাস্ত্রী

ঢাকা,০৪ মে, (ডেইলি টাইমস ২৪):

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে আবারো জাতীয় দলে দেখতে চান দেশটির সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। আইপিএলে ব্যাট হাতে গম্ভীরের দুর্দান্ত ফর্মের প্রশংসা করে এমন উক্তি করেন শাস্ত্রী বিশ্বনন্দিত এই ধারাভাষ্যকর ।
তিনি বলেন, এবারের আইপিএল এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ওপেনার গম্ভীর। একের পর এক মসৃণ ইনিংস খেলে যাচ্ছে সে। ব্যাট হাতে সেরা ফর্মটাই দেখাচ্ছে সে। তার এই ফর্ম জাতীয় দলে দারুন কাজে দেবে। তাই জাতীয় দলে গম্ভীরকে ফিরিয়ে আনা উচিত।
এবারের আইপিএলে এ পর্যন্ত ১১ ইনিংস ব্যাট করেছেন গম্ভীর। ৪টি হাফ- সেঞ্চুরিতে ৫১ দশমিক ৩৭ গড়ে ৪১১ রান তার ঝুলিতে রয়েছে। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ব্যাট হাতে বেশ স্বাচ্ছেন্দ্যেই দেখা যাচ্ছে গম্ভীরকে। নিখুত সব শটে উইকেটের চারপাশ থেকেই রান আদায় করে নিচ্ছেন তিনি।
তাই গম্ভীবের ব্যাটিং-এর প্রশংসা করে শাস্ত্রী বলেন, ব্যাটসম্যান হিসেবে গম্ভীর এখন অপ্রতিরোধ্য। সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছে। তার প্রতিটা কাট নিখুঁত ভাবে পয়েন্ট ও কভার দিয়ে বাউন্ডারি স্পর্শ করছে। খুব বেশি ছক্কা না মেরেও, রান তোলায় বেশ পারদর্শীতা দেখাচ্ছে সে। কোন বোলারই তাকে আটকে রাখতে পারছে না। গম্ভীরের বিপক্ষে বল করা বোলারদের জন্য বড় এক পরীক্ষা। সেই পরীক্ষায় জয় হচ্ছে গম্ভীরেরই।
ব্যাটিং স্টাইল পরিবর্তন করে গম্ভীর এবারের আইপিএলে রান পাচ্ছেন বলে মনে করেন শাস্ত্রী। তার স্টাইল বদল ভালো লেগেছে বলেন জানান তিনি, ‘স্টান্স কিছুটা বদলেছে গম্ভীর। আগে যে রকম ছিল, তার চেয়ে কিছুটা আলাদা বুঝাই যাচ্ছে। এখন তার মাথা আরও সোজা থাকে, দুই কাঁধ আরও ‘ওপেন’। একজন পরিণত ব্যাটসম্যানের পক্ষে তার টেকনিক বদলানো যে কি কঠিন কাজ, সে যার ক্ষেত্রে এমন হয়েছে কেবলমাত্র সে-ই বুঝে। সে নিজেকে আরও ভাল জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা মরিয়া তা গম্ভীরের ব্যাটিং দেখলেই স্পষ্ট।’
দুর্দান্ত ফর্মে থাকায়, গম্ভীরকে আবারো জাতীয় দলে দেখতে চান শাস্ত্রী। শুধুমাত্র ফর্মই নয়, যুক্তি দিয়ে গম্ভীরের জাতীয় দলে ফেরার বিষয়টি তুলেও ধরেছেন তিনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই যাওয়া উচিত গম্ভীরের। আসলে তার জাতীয় দলে ফেরা উচিত। কারন লোকেশ রাহুল নেই। রোহিত শর্মা আইপিএলে ওপেন করছে না। আবার শিখর ধাওয়ানও নিজের সেরাটা দেখাতে পারছে না। তাই ভারতের ওপেনার হিসেবে আবার সুযোগ পেলে, সেরাটা দিতে পারবে গম্ভীর।
গেল বছরের নভেম্বরে ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন গম্ভীর। তবে ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ৫৮ টেস্টে ৪১৫৪ ও ১৪৭ ওয়ানডেতে ৫২৩৮ রান রয়েছে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের। ২০১২ সালের ডিসেম্বরে জাতীয় দলের সর্বশেষ টি-২০ খেলেন ৩৫ বছর বয়সী গম্ভীর। ৩৭ টি-২০তে তার রান ৯৩২।জি নিউজ।
Show More

আরো সংবাদ...

Back to top button