জেলার সংবাদ

আক্কেলপুরে ট্রেনে কেটে অজ্ঞাত একজনের মৃত্যু

ঢাকা,০৫ মে, (ডেইলি টাইমস ২৪):

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনে কেটে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তাত্ক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র আন্তঃনগর ডাউন ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে বিরতি শেষে যাত্রা করলে এক ব্যক্তি কাটা পড়েন। তার সঙ্গে একটি ব্যাগ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধানকাটার উদ্দেশে তিনি এই এলাকায় এসেছিলেন।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধারের জন্য সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে।
Show More

আরো সংবাদ...

Back to top button