জেলার সংবাদ

৪২ মেট্রিক টন চাল ঘাটতি : খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকা,০৫ মে, (ডেইলি টাইমস ২৪):

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্যগুদামের ৪২ মেট্রিকটন চাল ঘাটতির অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসিএলএসডি) মো. আবদুল্যাহর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে খাদ্য গুদামটি সিলগালা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি আকস্মিকভাবে উপজেলা সদরে অবস্থিত গোলাপবাগ সরকারি খাদ্যগুদামে যান। এ সময় তিনি গুদামের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করা হয়। এ ছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী জানান, গুদামের চাল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্যাহকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়া চাল ঘাটতি ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্যাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, চাল ঘাটতির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুল্যাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত ও আবদুল্যাহকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Show More

আরো সংবাদ...

Back to top button