
ব্যাটিংয়ে বাংলাদেশ; প্রতিপক্ষ দলে শফিউল-রিয়াদ!
ঢাকা,০৫ মে, (ডেইলি টাইমস ২৪):
ইংল্যান্ডের সাসেক্সে বেশ জমিয়ে চলছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে মুশফিক-সৌম্যদের ব্যাটিং দাপট দেখানো সেই ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ আবার সাসেক্সের বিপক্ষেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টিম টাইগার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে স্বাগতিক দল।
মজার বিষয় হলো, প্রস্তুতি ম্যাচ বলেই প্রতিপক্ষ সাসেক্স একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছেন অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ এবং পেসার শফিউল ইসলাম। ইতিমধ্যে ফিরে গেছেন প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করা সৌম্য সরকার। উইকেটে আছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। সর্বশেষ পাওয়া খবরে ১ উইকেটে ৬০ রান করেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশে খেলছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাশিস রায় ও সানজামুল ইসলাম। প্রথম ম্যাচের মত যথারীতি বিশ্রামে আছেন তামিম ইকবাল; অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্ত্রী অসুস্থতার জন্য দেশে ফিরেছেন।