জাতীয়

রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল

ঢাকা,০৮ মে, (ডেইলি টাইমস ২৪):

কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সুইডেন, ব্রাজিল, ওমান ও লিবিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় কর্মরত রাষ্ট্রদূত জুলফিকার রহমানকে ব্রাজিলে, সুইডেনে রাষ্ট্রদূত গোলাম সরওয়ারকে ওমানে, ওমানে রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলীকে লিবিয়ায় রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে উচ্চ পর্যায়ের সূত্রে জানা যায়।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) নাজমুল ইসলামকে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে, মহাপরিচালক (আমেরিকা) আবিদা ইসলামকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত পদে এবং ভারতের মুম্বাই এ ডেপুটি হাই কমিশনার সামিনা নাজ কে ভিয়েতনামে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়।
Show More

আরো সংবাদ...

Back to top button