রাজনীতি

‘সুন্দরবন রক্ষা কমিটি ভয় দেখানো কমিটিতে পরিণত হয়েছে’

ঢাকা,০৮ মে, (ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুন্দরবন রক্ষা কমিটি বর্তমানে জাতীয় ভয় দেখানো কমিটিতে পরিণত হয়েছে।
রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
গত শুক্রবার সুন্দরবন রক্ষা কমিটির রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে দেয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সুন্দরবন রক্ষা কমিটির নেতারা দেশের মানুষকে ভয়ার্ত করার জন্য যে বক্তব্য দিয়েছে তা কোন গবেষণার ভিত্তিতে দেয়া হয়নি। আর পরিবেশবাদী সংগঠন গ্রিনপিচের মিয়ানমারের কর্মকর্তার কাছে যে তথ্য দেয়া হয়েছে তা যারা এ বিদ্যুৎ প্রকল্প চায় না তারাই পাঠিয়েছে।’
তিনি বলেন, ‘তাদের পাঠানো তথ্য কোন গবেষণার ফল নয়। কারণ গবেষণা করতে হলে মাঠে সরেজমিন পরিদর্শন করতে হয়। গ্রিনপিচের মিয়ানমারের ওই কর্মকর্তা এ দেশে আসেননি।’
বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, দেশের একটি মহল পদ্মা সেতুতে দুর্নীতি প্রমাণে ব্যর্থ হয়ে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বাসস
Show More

আরো সংবাদ...

Back to top button