
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা,১১ মে, (ডেইলি টাইমস ২৪):
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এ্যাডমিরাল আখতার হাবিব বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্কের) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।
রাষ্ট্রপতি তৈরি পোশাক (আরএমজি), ওষুধসামগ্রী, পাট, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য এবং সিরামিক্সসহ কিছু খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক জোরদারের নির্দেশ দেন।
রাষ্ট্রপতি মালদ্বীপে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন। বাসস