
খেলাধুলা
বহুদিন পর আবারও ম্যারাডোনা ম্যাজিক দেখল বিশ্ব!
ঢাকা,১১ মে, (ডেইলি টাইমস ২৪):
বয়সটা বেশ বেড়ে গেছে। ওজনও নিয়ন্ত্রণের অনেকটা বাইরে। কিন্তু এখনও পায়ে বল পেলে ঝলসে ওঠেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা! বাহারিন ন্যাশনাল স্টেডিয়ামে ফিফার প্রদর্শনী ম্যাচে তেমনি ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে এই প্রদর্শনী ম্যাচটিতে ম্যারাডোনার পাশাপাশি আরও দেখা গেল কার্লোস ভালদেরামা, রোনাদিনহো, ডেভিড ত্রেজেগুয়ে ও কাফুদের।
ফুটবলের রাজপুত্র এই প্রদর্শনী ম্যাচে একটি গোলও পেলেন। গোল করার পর দেখা গেল তার সেই চিরপরিচিত উদযাপন।
ফুটবলের সঙ্গে মানুষের সংযোগ বাড়াতেই ফিফার এই প্রয়াস। সাবেক ফুটবলাররা মাঠে নামতে পেরে প্রত্যেকেই খুশি হয়েছেন। মিনি টুর্নামেন্ট উপভোগ করলেন সবাই। মাঠে নামলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোও।