
জেলার সংবাদ
নবীনগরে ওসিকে ঘুষ দিতে এসে আটক ২
ঢাকা,১৩ মে, (ডেইলি টাইমস ২৪):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ওসিকে ঘুষ দিতে এসে দুইজন আটক হয়েছেন। শুক্রবার বিকালে থানা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিবপুর বাজার সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাজাসহ দুই মহিলাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— নরসিংদী বেলাবো থানার বারৈচা গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৪২) ও একই থানার নারায়ণপুর গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৪৮)।
পরে এক লাখ টাকা নিয়ে তাদের ছাড়াতে আসেন দুলাল মিয়া (৪৫) ও আসামি আছিয়ার ভগ্নীপতি মৃত মালু মিয়ার ছেলে হান্নান মিয়া। ওসি আসলাম সিকদার বলেন, মাদকের আসামিদের ছাড়াতে তারা আমাকে পাঁচশত টাকার দুটি বান্ডিলে ১ লাখ টাকা ঘুষ দিলে চাইলে তাদের টাকাসহ আটক করি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।