রাজনীতি

ভিশন-২০৩০ ঘোষণার আগে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল : নাসিম

ঢাকা,১৪ মে, (ডেইলি টাইমস ২৪):

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভিশন-২০৩০ ঘোষণা করার আগে অতীতের ভুলের জন্য জনগণের কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি আরো বলেন, তারা যে ভিশনের কথা বলেছে সেটি হচ্ছে নতুন করে জনগণকে বিভ্রান্ত করে ভোট চাওয়ার একটি বায়না। কিন্তু তাদের অতীতকে ভুলে গিয়ে এই ছলনায় জনগণ ভুলবে না। তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি এগিয়ে নেওয়ার জন্য তারা শুধু বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েই খান্ত হয়নি, মন্ত্রীও বানিয়েছিল। তারা দেশে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এ কারণেই তাদের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখাননি, স্বপ্নের বাস্তবায়নও করেছেন। তাই দেশের মানুষ আগামীতেও তাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

‘মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের নিয়ে বিএনপি ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠা করতে চান’-উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি ও একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের নিয়ে ইনক্লুসিভ রাজনীতি দেশের মানুষ কখনো মেনে নেবে না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন নিয়ে অনেক কথা বলা যায়। বলেছিও। তবে এক কথায় আমি বলব, এটা ভ্রান্তি বিলাস ছাড়া কিছু নয়। পরিপূর্ণ ভ্রান্তি বিলাস এবং জনগণকে বিভ্রান্তি করার জন্য একটি ভিশন। রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৪ দলে শরিক হতে চায় ইসলামিক ফ্রন্ট

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিতে চায় ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’। গতকাল মাওলানা সৈয়দ বাহাদুর শাহ এবং মাওলানা জয়নাল আবেদিন জুবায়েরের নেতৃত্বে দলের প্রতিনিধিরা রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে কথা বলেন।

রক্ত গ্রহণে সাবধান হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম রক্ত গ্রহণে রোগী ও রোগীর স্বজনদের সাবধান হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে স্বেচ্ছায় রক্তদাতাদের মতোই পেশাদার রক্তদাতা রয়েছে। যারা নেশার অর্থ জোগাতে রক্ত বিক্রি করে থাকেন। গতকাল রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর নেগেটিভ গ্রুপ রেসপন্স এন্ড রিসার্চ নামে রক্তদাতাদের একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে। সংগঠনের সভাপতি ডা. গোবিন্দ চন্দ্র দাশের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান।

‘বেসরকারি মেডিক্যালে ভাড়াটিয়া রোগী থাকে’

বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনের পূর্বে কর্তৃপক্ষ রোগী ভাড়া করে নিয়ে আসে। কিছু মেডিক্যালে চিকিত্সক ও শিক্ষকও রয়েছে ভাড়াটিয়া হিসেবে। এসব মেডিক্যাল কলেজকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্টেকহোল্ডারদের নিয়ে গঠিত প্লাটফর্ম ‘হেলদি বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকালে এলজিইডি ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ডা. রশীদ-উন-নবী, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. হুমায়ুন কবির, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ফরিদউদ্দিন প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button